জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট সি'র ভাষণ বড় দেশের নেতার দায়িত্বশীল চিন্তার প্রতিফলন: চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2020-09-29 15:15:05  cri

সেপ্টেম্বর ২৯: গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 'মহামারি পরবর্তী যুগে আন্তর্জাতিক শৃঙ্খলা ও বিশ্ব প্রশাসন' শীর্ষক ফোরামে উপস্থিত ছিলেন এবং একটি ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্ট সি'র ভাষণ বড় দেশের নেতার দায়িত্বশীল চিন্তার প্রতিফলন।

ওয়াং ই বলেন, এবার জাতিসংঘ সাধারণ পরিষদে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে পুনরায় ঘোষণা করেছেন যে, চীন জাতিসংঘ ও বহুপক্ষবাদকে দৃঢ়ভাবে সমর্থন জানায় এবং নানা দেশের সঙ্গে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করবে। বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং বিশ্বের উন্নয়ন এগিয়ে নিতে ধারাবাহিক উদ্যোগ ও প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট সি। তাঁর ভাষণে সুগভীর দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে, যা বড় দেশের নেতার দায়িত্বশীল বোধের প্রতিফলন এবং যুগের উন্নয়ন প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040