চীন ও কিউবার পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের অভিনন্দনবার্তা বিনিময়
  2020-09-28 18:15:03  cri
সেপ্টেম্বর ২৮: দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রেগিজ পেরিল্লা।

অভিনন্দনবার্তায় ওয়াং ই বলেন, ৬০ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে চীন-কিউবা সম্পর্ক যথেষ্ট বিকাশ লাভ করেছে; পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস আরও দৃঢ় ও গভীর হয়েছে; বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় ও সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে পারস্পরিক সহযোগিতা এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। চীন ও কিউবা নভেল করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে পরস্পরকে সাহায্য করেছে, যা দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক।

ওয়াং ই আরও বলেন, চীন ও কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়দ্বয়ের মধ্যে বিনিময় জোরদার করা হবে, দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন বিকাশকে একটি নতুন ঐতিহাসিক সূচনা পর্যায়ে উন্নীত করা হবে, এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের প্রচারে নতুন গুরুত্বপূর্ণ অবদান রাখা হবে।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় বলেন, তার দেশ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে রাজনৈতিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে এবং আন্তর্জাতিক বিষয়ে উভয় পক্ষের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দু'দেশের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সমর্থন জোরদার করতে ইচ্ছুক। কিউবা লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান এবং চীনের মধ্যে সম্পর্কের উন্নয়নে অবদান রাখতে পেরে গভীরভাবে সম্মানিত বোধ করছে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040