টিকটকের সঙ্গে মার্কিন প্রশাসনের আচরণ বিশ্বায়নের পরিপন্থি: বিদেশি বিশেষজ্ঞদের অভিমত
  2020-09-28 15:05:42  cri
সেপ্টেম্বর ২৮: জাতীয় নিরাপত্তার অজুহাতে টিকটকসহ চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে মার্কিন প্রশাসনের বিমাতাসুলভ আচরণ বিশ্বায়নের পরিপন্থি। একাধিক বিদেশি বিশেষজ্ঞ সম্প্রতি এমন অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেন, মার্কিন সরকারের এহেন আচরণ সংরক্ষণবাদের প্রতিফলন। এতে যুক্তরাষ্ট্র বিশ্বে আরও একঘরে হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের স্কোয়ার প্যাটন বোগস্‌-এর প্রধান ড্যান লুর্স মনে করেন, টিকটকের ওপর মার্কিন সরকারের দমনাভিযান সেদেশের ব্যবসার পরিবেশ নিয়ে বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের মনোভাবে নেতিবাচক পরিবর্তন আনতে পারে। মার্কিন বাজারের উন্মুক্ততা নিয়ে তারা স্বাভাবিকভাবেই সন্দিহান হবেন। মার্কিন সরকার আচরণে পরিবর্তন না আনলে, বিভিন্ন দেশের উচ্চ প্রযুক্তির শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আকর্ষণ করার ক্ষমতা হারাতে থাকবে মার্কিন বাজার।

ফিনল্যান্ডের অ্যাল্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্ল ফেয় বলেন, ব্যবহারকারীদের কাছে মানুষে-মানুষে বিনিময়ের পদ্ধতি হিসেবে টিকটক খুবই গুরুত্বপূর্ণ। টিকটককে দমনের চেষ্টা বিশ্বায়ন ও স্বাধীন প্রতিদ্বন্দ্বিতার চেতনার সঙ্গে সাংঘর্ষিক। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040