'২০২০ সালের ওয়ার্ল্ড ডেটা' প্রকাশ করেছে চীনের বিজ্ঞান-প্রযুক্তি একাডেমি
  2020-09-28 11:46:57  cri
সেপ্টেম্বর ২৮: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন চলাকাল ২০২০ সালে দ্বিতীয়বারের মতো 'টেকসই উন্নয়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ডেটা' প্রকাশ করেছে চীনের বিজ্ঞান-প্রযুক্তি একাডেমি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২৬ সেপ্টেম্বর দারিদ্র্যবিমোচন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ঊর্ধ্বতন ভিডিও সভায় বলেন, চীনের বিজ্ঞান-প্রযুক্তি একাডেমির 'পৃথিবীর তথ্যের সমর্থনে টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়ন-সংক্রান্ত প্রতিবেদন-২০২০' প্রকাশ করে, যা এজেন্ডা-২০৩০ বাস্তবায়নে সমর্থন দেবে।

চীনের বিজ্ঞান-প্রযুক্তি একাডেমির উপ-মহাপরিচালক চাং ইয়া পিং বলেন, টেকসই উন্নয়ন মানবজাতির অভিন্ন লক্ষ্য। বিভিন্ন দেশের উচিত হাতে হাত রেখে সামনে এগিয়ে যাওয়া।

তিনি বলেন, চীনের বিজ্ঞান-প্রযুক্তি একাডেমির তৈরি 'টেকসই উন্নয়নের বিগ ডেটার ভিত্তিতে গণ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হবে। যাতে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা, বিভিন্ন সদস্য দেশকে সেবা দেওয়া ও এজেন্ডা ২০৩০ বেগবান করা যায়।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040