চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল গতিশীল হয়ে উঠেছে: চীনের বাণিজ্য মন্ত্রণালয়
  2020-09-27 18:42:54  cri
সেপ্টেম্বর ২৭: চীনের বাণিজ্যমন্ত্রীর সহকারী লি ছেং কাং আজ (রোববার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল বিশ্বের অন্যতম গতিশীল অবাধ বাণিজ্য অঞ্চল হয়ে উঠেছে।

তিনি বলেন, চলতি বছর চীন-আসিয়ান অবাধ বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার দশম বার্ষিকী। বিগত দশ বছরে এই অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগের উদারকরণ ও সুবিধাকে কার্যকরভাবে প্রচার করেছে চীন এবং আসিয়ান অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার সুবর্ণ যুগে প্রবেশ করেছে। চীন আসিয়ানে ২৫টি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এলাকা প্রতিষ্ঠা করেছে। আসিয়ান গত বছর চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে ওঠে এবং এ বছর চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে।

লি ছেং কাং বলেন, চীন "নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারি মোকাবিলায় অবাধ বাণিজ্য সহযোগিতা জোরদার করার বিষয়ে চীন-আসিয়ান অর্থনৈতিক ও বাণিজ্যমন্ত্রীদের যৌথ বিবৃতি" বাস্তবায়নে আসিয়ান দেশগুলির সাথে কাজ চালিয়ে যাবে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040