মহামারির সময় বিজ্ঞানকে রাজনীতিকরণ খুব আশঙ্কাজনক: মার্কিন গণস্বাস্থ্যকর্মীদের অভিমত
  2020-09-27 18:37:31  cri
সেপ্টেম্বর ২৭: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের প্রধান মার্সিয়া ম্যাকনাট এবং ন্যাশনাল অ্যাকাডেমি অব মেডিসিনের প্রধান ভিক্টর জে জাউ সম্প্রতি প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলেন, নভেল করোনাভাইরাস মহামারির সময় রাজনীতির মাধ্যমে বিজ্ঞানে হস্তক্ষেপের আচরণ আশঙ্কাজনক। বিজ্ঞান ও বিজ্ঞানীদের মুখে কালি লেপনের যে-কোনো আচরণ জনগণের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি হুমকি সৃষ্টি করতে পারে।

বিবৃতিতে তারা বলেন, বিজ্ঞান, চিকিত্সা ও গণস্বাস্থ্যের ক্ষেত্রে বিজ্ঞানের ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে সরকারের নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এখন মহামারি মোকাবিলার গুরুত্বপূর্ণ সময়পর্বে রয়েছে। নভেল করোনাভাইরাসের টিকার কার্যকারিতা ও নিরাপত্তার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ নীতি প্রণয়নের কাজ বাকি। নীতি প্রণয়ন করা উচিত বর্তমান বাস্তবতার ভিত্তিতে। সম্প্রতি বিজ্ঞানকে রাজনীতিকরণের অপতত্পরতা দেখা যাচ্ছে। বিশেষ করে গণস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের ওপর রাজনীতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা গণস্বাস্থ্য সংস্থার মর্যাদা নষ্ট করছে। বিজ্ঞানসম্মত ও সচ্ছল নীতি প্রণয়ন মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

(লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040