মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব সংহতির আহ্বান জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
  2020-09-27 18:20:31  cri
সেপ্টেম্বর ২৭: স্থানীয় সময় গতকাল (শনিবার) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে দেওয়া এক ভিডিও-ভাষণে বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নজিরবিহীন চ্যালেঞ্জ বয়ে এনেছে। এই মহামারি মোকাবিলায় আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

জনসন তার বক্তব্যে জোর দিয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াইয়ে এখনও বিশ্বে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। যুক্তরাজ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পুরোপুরি সমর্থন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আর্থিক সহায়তা বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040