জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নিয়ম রক্ষা করতে বেশ কয়েকটি দেশের প্রতিশ্রুতি
  2020-09-27 17:17:17  cri
সেপ্টেম্বর ২৭: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম শীর্ষ সম্মেলন গতকাল (শনিবার) পঞ্চম দিনে প্রবেশ করে। এদিন বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও-ভাষণের মাধ্যমে জাতিসঘ সনদের উদ্দেশ্য ও নিয়ম দৃঢ়ভাবে মেনে চলা, একতরফাবাদ প্রতিরোধ করা, এবং ন্যায্যতা ও ন্যায়বিচার সুরক্ষা করার প্রতিশ্রুতি দেন।

মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ যুগনাথ বলেন, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার বিশ্বাস পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়সঙ্গত বিশ্ব সৃষ্টির জন্য অপরিহার্য।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নভেল করোনাভাইরাস মহামারিতে বহুপক্ষবাদের অপরিহার্য গুরুত্ব ফুটে উঠেছে। জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে জাতিসংঘ সনদে বিবৃত বহুপক্ষবাদ সুরক্ষাসংক্রান্ত বাংলাদেশের প্রতিশ্রুতি পরিবর্তিত হয়নি। বহুপক্ষবাদের মূল্যবোধ সুরক্ষা করা এবং দারিদ্র্যহীন ও শোষণহীন নতুন দেশ প্রতিষ্ঠা করায় সচেষ্ট তার সরকার।

সিরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম তার ভাষণে বলেন, কোনো কোনো দেশের একতরফাভাবে নেওয়া বাধ্যতামূলক ব্যবস্থা নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যেসব দেশ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেসব দেশের উচিত ঐক্যবদ্ধ হয়ে একতরফাবাদের বিরোধিতা করা।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বলেন, বিশ্বে নিরন্তর দাঙ্গাহাঙ্গামা চলছে। সংরক্ষণবাদ ও একতরফাবাদ পরিস্থিতির আরও অবনতি ঘটাচ্ছে। (লিলি/আলিম/শুয়ে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040