টিকটক হাতিয়ে নেওয়ার মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ হবেই: সিআরআই সম্পাদকীয়
  2020-09-27 14:16:43  cri
সেপ্টেম্বর ২৭: সম্প্রতি গণমাধ্যমের এক খবরে জানা গেছে, টিকটক যুক্তরাষ্ট্রের ওরাকল ও ওয়ালমার্টের সঙ্গে নীতিগত চুক্তিতে পৌছেছে। তবে মার্কিন প্রশাসনের দাবি, এ চুক্তি অসম। চুক্তিতে পৌছানোর পর মার্কিন এক শ্রেণির রাজনীতিকের মনোভাব থেকে বোঝা যায় যে, টিকটকের সঙ্গে স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না-পেরে তারা অবৈধভাবে টিকটককে হাতিয়ে নিতে চান। এতে তাদের দস্যু ভাবমূর্তি ফুটে ওঠে। তাদের বিরুদ্ধে চীন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

চুক্তি অনুযায়ী, নতুন গঠিত 'টিকটক গ্লোবাল'-এর বোর্ডে থাকবেন ৫ জন। তাদের মধ্যে চার জন মার্কিন নাগরিক এবং একজন চীনা নাগরিক। চার জনের মধ্যে একজন জাতীয় নিরাপত্তাবিষয়ক ব্যক্তিও থাকবেন। তা ছাড়া, ওরাকল টিকটকের সব সোর্স কোড ও নতুন বিষয় পর্যবেক্ষণ করতে পারবে। এর মানে, যুক্তরাষ্ট্র সরাসরি টিকটকের কেন্দ্রীয় প্রযুক্তি অর্জন করতে পারে।

এ পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়ন করতে মার্কিন রাজনীতিকরা বারবার 'রাষ্ট্রীয় নিরাপত্তা'-কে অজুহাত হিসেবে দাঁড় করায়। আগে তারা হুয়াওয়েকে দমন করেছে। নিউইয়র্ক টাইমস গত আগস্টে এক প্রবন্ধে জানায়, সিআইএ'র পর্যবেক্ষণ থেকে জানা গেছে, টিকটক থেকে চীন সরকার গ্রাহকদের ডেটা অর্জন করেছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাতে দেখা যায়, মার্কিন সরকার বাস্তবতা উপেক্ষা করে টিকটককে দমন করছে, যা আধিপত্যবাদী আচরণ। (রুবি/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040