যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে
  2020-09-26 18:13:41  cri
সেপ্টেম্বর ২৬: যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গতকাল (শুক্রবার) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৭০ লাখেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিট পর্যন্ত, দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৭০ লাখ ৫ হাজার ৭ শ' ৪৬ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২০ লাখ ৩ হাজার ২ শ' ৪০ জন। শনাক্ত রোগীর সংখ্যা ও মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষস্থানে রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ১০০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর টেক্সাস রাজ্যের স্থান, যেখানে রোগীর সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৪৯১ জন।

পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৯ অগাস্ট ৫০ লাখ ছাড়ায় এবং ৩১ অগাস্ট ৬০ লাখ ছাড়ায়। এ ছাড়া, আক্রান্তের সংখ্যা ৫০ লাখ থেকে ৬০ লাখে পৌঁছাতে সময় লাগে ২২ দিন এবং ৬০ লাখ থেকে ৭০ লাখে পৌঁছাতে সময় লাগে ২৫ দিন। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040