টিকটকের সহযোগিতা-পরিকল্পনা বাধার মুখোমুখি
  2020-09-26 16:11:11  cri
সেপ্টেম্বর ২৬: ইন্টারনেট প্ল্যাটফর্ম টিকটক সম্প্রতি এক বিবৃতিতে জানায়, এর মূল সংস্থা বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের ওরাকল এবং ওয়াল-মার্টের সঙ্গে একটি নীতিগত ঐকমত্যে পৌঁছেছে এবং তিন পক্ষ যুক্তরাষ্ট্রের আইন মেনে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবে। কিন্তু দৃশ্যত, মার্কিন সরকার এই সহযোগিতার পথেও বাধার সৃষ্টি করছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, জাতীয় নিরাপত্তার অজুহাতে সংশ্লিষ্ট কম্পানির আইনী অধিকার ও স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডের তীব্র বিরোধিতার করে চীন।

উল্লেখ্য, বাইটড্যান্স ও ওরাকল-এর এর মধ্যে চুক্তিটি বার বার বাধাগ্রস্ত হচ্ছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ স্টোর থেকে টিকটক-কে সরিয়ে দেওয়া হবে এবং এরপর টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এক সপ্তাহের জন্য স্থগিত করবে। প্রস্তাবিত 'টিকটক গ্লোবাল'-এর মালিকানা নিয়েও মার্কিন সরকার একের পর এক নেতিবাচক কথা বলছে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040