তথ্য-নিরাপত্তার ক্ষেত্রে রুশ-মার্কিন সহযোগিতাকে সমর্থন করেন পুতিন
  2020-09-26 14:37:14  cri
সেপ্টেম্বর ২৬: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন গতকাল (শুক্রবার) বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত তথ্য-নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় শুরু করা।

রুশ-মার্কিন আন্তর্জাতিক তথ্য-নিরাপত্তা সহযোগিতা সম্পর্কে এক বিবৃতিতে পুতিন বলেন, ডিজিটাল ক্ষেত্রে বড় আকারের সংঘাতের ঝুঁকি আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অন্যতম বড় কৌশলগত হুমকি। আন্তর্জাতিক তথ্য-নিরাপত্তা ক্ষেত্রে মূল অংশগ্রহণকারীরা এই দ্বন্দ্ব রোধে বিশেষ ভূমিকা পালন করতে পারে।

পুতিন বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক তথ্য-নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে নিয়মিত উচ্চ স্তরের সংলাপ পুনরায় শুরু করা এবং হ্যাকিংয়ের বিরুদ্ধে একযোগে কাজ করা।

তিনি আরও বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত তথ্য-নিরাপত্তার ক্ষেত্রে জরুরি অবস্থা মোকাবিলায় প্রয়োজনীয় চুক্তিতে উপনীত হওয়া। দুই দেশের মধ্যে অনেক রাজনৈতিক পার্থক্য রয়েছে, কিন্তু উভয় পক্ষের উচিত তথ্য-নিরাপত্তার ক্ষেত্রে বিশেষজ্ঞ-পর্যায়ের সংলাপ পুনরায় শুরু করা। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040