বিচ্ছিন্নতা যে কোনো দেশের স্বার্থের জন্য ক্ষতিকর: জাতিসংঘ মহাসচিব
  2020-09-25 19:07:49  cri

সেপ্টেম্বর ২৫: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গত ২২ সেপ্টেম্বর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে অনলাইন আলোচনা করেছেন। এ সময় মহাসচিব বলেন, বিভিন্ন দেশের উচিত বিচ্ছিন্নতা ও সংঘাত এড়াতে চেষ্টা করা।

কোভিড-১৯ মহামারির কারণে এ বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ রেকর্ড করা ভিডিও ভাষণ দিয়েছেন। এ প্রসঙ্গে গুতেরেস বলেন, এটি যে কোনো বছরের অধিবেশন থেকে আলাদা।

সাধারণ বিতর্কে যুক্তরাষ্ট্র কোভিড-১৯ প্রতিরোধে তার ব্যর্থতা চীনের ওপর চাপিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে গুতেরেস বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্নতা বিশ্ব সহ্য করতে পারবে না। দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও অর্থনীতির সংঘাত ভৌগোলিক কৌশল ও সামরিক বিতর্কে পরিণত হতে পারে। এর পরিণতি ঠেকাতে যাবতীয় চেষ্টা করতে হবে।

আন্তর্জাতিক সমাজে সংহতির গুরুত্ব তুলে ধরেন গুতেরেস। তিনি সবাইকে কোভিড-১৯ মহামারি মোকাবিলার জন্য প্রযুক্তির সাহায্যে বাস্তবসম্মতভাবে যৌথ প্রচেষ্টা চলানোর আহ্বান জানান।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040