জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চকে প্রদর্শনীর মঞ্চ বলে মনে করেন মার্কিন রাজনীতিকরা: সিআরআই সম্পাদকীয়
  2020-09-24 20:44:13  cri
জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চকে প্রদর্শনীর মঞ্চ বলে মনে করেন মার্কিন রাজনীতিকরা: সিআরআই সম্পাদকীয়

সেপ্টেম্বর ২৪: মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে করোনাভাইরাসকে 'চীনা ভাইরাস' হিসেবে চিহ্নিত করেন এবং চীনকে দায়ী করে কথা বলেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যুর সত্যতা উপেক্ষা করে কোভিড-১৯ মোকাবিলার নিজের সাফল্য প্রচার করেছেন, যা খুবই হাস্যকর ও নির্লজ্জ আচরণ। তারা জাতিসংঘের মঞ্চকে প্রদর্শনীর মঞ্চ বলে মনে করেন। আজ (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।

সম্পাদকীয়তে বলা হয়, সবার সামনে মার্কিন রাজনীতিক জাতিসংঘের অধিবেশনে নিজের স্বার্থ লাভের জন্য চেষ্টা করেছেন এবং অন্য দেশকে দায়ী করার চেষ্টা করেছেন। এ আচরণ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক সমাজের মর্যাদা ও বহুপক্ষবাদ লঙ্ঘন করেছে।

সম্পাদকীয়তে আরও বলা হয়, বিশ্বের একমাত্র সুপার পাওয়ার দেশের নেতা হিসেবে তিনি বিশ্বের চলমান কঠিন চ্যালেঞ্জ উপেক্ষা করে জাতিসংঘের অধিবেশনে গুজব ছড়িয়েছেন এবং আন্তর্জাতিক সমাজে বৈরিতা সৃষ্টি করেছেন। এতে যুক্তরাষ্ট্রের বরাবরের একতরফাবাদী চরিত্র ও আধিপত্যবাদী চেহারা প্রকাশ করে দিয়েছে। মিথ্যা দিয়ে সত্য ঢাকা যায় না। চীন বিশ্বের কোভিড-১৯ মোকাবিলায় যে চেষ্টা চালিয়েছে, তা সবার চোখে পড়েছে। হোয়াইট হাউসের রাজনীতিকরা কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর নিজ দেশের প্রতিরোধকাজে মনোযোগ দেয় নি এবং নানা গুজব ছড়িয়েছে। এতে তাদের আতঙ্কিত ও ভীত চেহারা দেখা গেছে।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040