জাতিসংঘের অধিবেশনে চীনকে অপমানের প্রতিবাদ জানিয়েছে চীনা প্রতিনিধিদল
  2020-09-24 19:05:56  cri
সেপ্টেম্বর ২৪: জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধিদল গতকাল (বুধবার) জাতিসংঘ পরিষদের নিয়ম অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের বিতর্কে মার্কিন নেতার চীন-বিরোধী অপমানের প্রতিবাদ জানিয়েছে।

প্রতিনিধিদল জানায়, কোভিড-১৯ মানবজাতির অভিন্ন শত্রু। এটা প্রকৃতি থেকে আসা অপরিচিত ভাইরাস। যে কোনো সময় ও যে কোনো স্থানে এমন ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কা আছে। চীন ভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশ এবং বিশ্বে কোভিড-১৯ রোগ প্রতিরোধে অবদানকারী দেশ। চীন তাত্ক্ষণিকভাবে প্রকোপ সম্পর্কে তথ্য দিয়েছে এবং জিন সম্পর্কিত তথ্য বিশ্বের সঙ্গে শেয়ার করেছেন। চীনের কোভিড-১৯ রোগ প্রতিরোধের অভিযান উন্মুক্ত ও স্বচ্ছ ছিলো, যা সবাই দেখেছে।

চীনা প্রতিনিধিদল আরও জানায়, যুক্তরাষ্ট্র বিশ্বের চিকিত্সা খাতে অনেক অগ্রসর দেশ। তবে দেশটিতে কোভিড-১৯ পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ৬০ লাখেরও বেশি রোগী সনাক্ত হয়েছে এবং দুই লাখেরও বেশি মানুষ মারা গেছে। এ থেকে বোঝা যায়- চীনের বিরুদ্ধে মার্কিন অভিযোগ একেবারে যুক্তিহীন। এসব অভিযোগের লক্ষ্য হচ্ছে কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতা চীনের ওপর চাপিয়ে দেওয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্র অযৌক্তিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এ সংস্থা থেকে সরে গেছে, যা বিশ্বে ক্ষতির পাশাপাশি নিজ দেশের জনগণেরও ক্ষতি করেছে। যুক্তরাষ্ট্রের উচিত ভাইরাসকে লেবেল না দেওয়া এবং ভাইরাস নিয়ে রাজনীতি না করা। পাশাপাশি, দেশটিতে কোভিড-১৯ মোকাবিলায় মনোযোগ দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করে দলটি।

(রুবি/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040