প্রেসিডেন্ট সির ৪টি প্রস্তাবের উচ্চ মূল্যায়ন করেছে বিভিন্ন পক্ষ
  2020-09-22 18:55:49  cri

সেপ্টেম্বর ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে বলেন, জাতিসংঘ প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীর স্মরণ-সভায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। বিশ্বের জন্য জাতিসংঘের ভূমিকা এবং মহামারি পরিবর্তী সময়ে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে ৪টি প্রস্তাব দিয়েছেন তিনি। এসব প্রস্তাবের উচ্চ মূল্যায়ন করেছে বিভিন্ন পক্ষ।

প্রেসিডেন্ট সি'র ভাষণ থেকে বোঝা যায়, জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা রক্ষায় চীনের দৃঢ়তা রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক, জীববৈচিত্র্য শীর্ষসম্মেলন ও বেইজিং বিশ্ব নারী সম্মেলনের ২৫তম বার্ষিকীর স্মরণে উচ্চ পর্যায়ের সম্মেলনে ধারাবাহিক ভাষণ দেবেন প্রেসিডেন্ট সি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040