বিশ্ব বাণিজ্য পুনরুদ্ধার গতি চিন্তার চেয়েও দ্রুত: ওয়াল স্ট্রিট পত্রিকা
  2020-09-22 17:18:17  cri
সেপ্টেম্বর ২২: মার্কিন ওয়াল স্ট্রিট পত্রিকা আজ (মঙ্গলবার) 'বিশ্ব বাণিজ্য পুনরুদ্ধার গতি চিন্তার চেয়েও দ্রুত' শীর্ষক সম্পাদকীয় প্রকাশ করেছে।

সম্পাদকীয়তে বলা হয়, বিশ্ব বাণিজ্য পুনরুদ্ধারের গতি গত ২০০৮ সালের আর্থিক সংকটের তুলনায় অনেক দ্রুত, যার ফলে বিশ্ব অর্থনীতি বহুমাত্রিকভাবে উন্নত হয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে স্থায়ী মন্দার আশঙ্কা কেটে গেছে।

জার্মান থিংকট্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, গত জুন মাস পর্যন্ত এ বছরের ক্ষয়ক্ষতি অর্ধেক পুনরুদ্ধার হয়েছে।

বিশ্বব্যাপী পণ্য পরিবহণ-সংক্রান্ত এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন বন্দরে নৌপরিবহনের যাতায়াত স্বাভাবিক রয়েছে। কিছু লাইনে পরিবহনের খরচ কোভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবের আগের তুলনায় বেড়েছে।

এদিকে চীন, দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে অর্থনীতি পুনরুদ্ধারের গতি আরও বেড়েছে। এ বছর একমাত্র চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। দক্ষিণ কোরিয়ায় ১.৫ শতাংশ ও জার্মানির ৫.৩ শতাংশ অর্থনৈতিক সংকোচন হবে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040