ভাইরাস সংক্রমণ রোধে ভারত সীমান্তে সেনা বাড়ালো নেপাল
  2020-09-06 18:52:58  cri
সেপ্টেম্বর ৬: ভারত ও নেপালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে দু'দেশের সীমান্তবর্তী দ্বিতীয় প্রদেশে সীমান্ত স্টেশনে সেনার সংখ্যা দ্বিগুণ করেছে নেপাল। এতে করে সীমান্তে ৫০টি সশস্ত্র পুলিশের স্টেশনের সংখ্যা ১২৩টিতে উন্নীত হবে।

নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। করোনাভাইরাসের মহামারির পর নেপালের সশস্ত্রবাহিনী দ্বিতীয় প্রদেশের বিভিন্ন বন্দরে ৫৯টি স্টেশন স্থাপন করেছে। যাতে ভারত থেকে অবৈধ প্রবেশ রোধ করা যায়; আর নেপালে প্রবেশকারীদের পরীক্ষা ও আইসোলেশনে পাঠানো যায়। এ পর্যন্ত নেপালের সশস্ত্রবাহিনী দ্বিতীয় প্রদেশের ২০টি স্থানে পরীক্ষা ও আইসোলেশন কেন্দ্র স্থাপন করেছে। এসব স্থানে মোট বিছানার সংখ্যা ৫৫১টি।

নেপালের দক্ষিণাঞ্চলীয় দ্বিতীয় প্রদেশে ভারতের সঙ্গে ৪৬৪ কিলোমিটারের সীমান্ত আছে। প্রদেশের ৮টি জেলা ভারত সীমান্তে অবস্থিত।

(শুয়েই/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040