সহজ চীনা ভাষা: সম্পদের জন্য বিভ্রান্ত হবে না
  2020-08-10 15:37:22  cri

বন্ধুরা, পাঠের অর্থ জানানোর আগে 'মেং য্যি' সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। 'মেং য্যি' বইটি ২০০ খ্রিষ্টপূর্বে চীনের বিখ্যাত চিন্তাবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মেং য্যি ও তার শিক্ষার্থীরা রচনা করেছিলেন। এতে রাজনীতি, শিক্ষা, দর্শন, নীতিশাস্ত্র ইত্যাদি ক্ষেত্র সম্পর্কে মেং য্যি ও তার শিক্ষার্থীদের ধারণা রেকর্ড করা হয়েছে। মেং য্যি হচ্ছেন কনফুসিয়াস মতবাদের উত্তরাধিকারী এবং চীনের কনফুসিয়াস মতবাদের গুরুত্বপূর্ণ প্রতিনিধি। মেং য্যি বই ও আরও ৩টি বই চীনের কনফুসিয়ানিজমের ৪টি প্রতিনিধিত্বকারী মাস্টারপিস হিসেবে বিবেচিত হয়। প্রাচীনকালে মেং য্যি'র ধারণা প্রধানত দেশ প্রশাসনে ব্যবহৃত হতো। যেমন তিনি মনে করতেন জনগণ সম্রাটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সম্রাটের উচিত জনদরদি নীতি চালানো এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। দেশ প্রশাসনের পাশাপাশি মেং য্যি'র ধারণা থেকে আত্ম-উন্নয়নের ধারণা পাওয়া যায়, জীবন সম্পর্কে চিন্তাভাবনা এবং সুষম সামাজিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ও শেখা যায়।

আজকের পাঠ 'সম্পদের জন্য বিভ্রান্ত হবে না' 'মেং য্যি' বইটির বিখ্যাত একটি প্রবন্ধ, এতে তিনি প্রকৃত মানুষের মান সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, প্রকৃত মানুষ হতে চাইলে একটি দয়ালু হৃদয় প্রয়োজন, প্রথা মেনে চলা এবং ন্যায়ের প্রতি অবিচল থাকতে হয়। তিনি সম্পদের জন্য বিভ্রান্ত না-হওয়া, দারিদ্র্যের কারণে নিজের অবস্থান পরিবর্তন না-করা এবং শক্তির কাছে মাথা নত না-করার কথা বলেছেন। নিজের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারলে অন্যান্য মানুষ সাহায্য করবে; আর আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নিজের নীতিতে অবিচল থাকাই হলো প্রকৃত মানুষের পরিচয়।

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

富有 fù yǒu ধনী 富人 fùrén ধনী মানুষ 富有的家庭 fù yǒu de jiā tíng ধনী পরিবার 我想变得富有 wǒ xiǎng biàn dé fù yǒu আমি ধনী হতে চাই।

贫穷 pín qióng দারিদ্র্য 穷人 qióng rén দরিদ্র মানুষ 脱贫 tuō pín দারিদ্র্যমুক্ত হওয়া

坚持 jiān chí অবিচল থাকা 坚持自己的原则 jiān chí zì jǐ de yuán zé নিজের নীতিতে অবিচল থাকা

改变 gǎi biàn পরিবর্তন করা 改变态度 gǎi biàn tài dù মনোভাব পরিবর্তন করা 改变目标 gǎi biàn mùbiāo লক্ষ্য পরিবর্তন করা

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040