তাইওয়ান প্রণালীর দু'পারের স্কুল শিক্ষার্থীদের জন্য দক্ষিণ ফুচিয়েন সাংস্কৃতিক সামার ক্যাম্পটি সিয়ামেনে খোলা হয়েছে
  2020-08-10 10:21:20  cri
তাইওয়ান প্রণালীর দু'পারের মিডিয়াম স্কুল শিক্ষার্থীদের জন্য 'দক্ষিণ ফুচিয়েন দশম সাংস্কৃতিক সামার ক্যাম্প' ৪ অগাস্ট সিয়ামেনে চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে তাইওয়ান প্রণালীর দু'পারের মোট ১০৬জন শিক্ষক ও শিক্ষার্থী অংশ নিয়েছিল।

মহামারীর সময় এ বছরের ক্যাম্পাররা হলেন সিয়ামেনে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী এবং সিয়ামেনে লেখাপড়া করা তাইওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

গ্রীষ্মকালীন ক্যাম্পের সময় ক্যাম্পাররা হুইহে স্টোন পার্ক, ছুয়ানচৌ কাইইউয়ান মন্দির, ছুয়ানচৌ ফুচিয়েন-তাইওয়ান যাদুঘর, ছুয়ানচৌ মেরিটাইম পরিবহন যাদুঘর পরিদর্শন করবে এবং ছুয়ানচৌ পুতুল শোয়ের মতো অনুষ্ঠানে অংশ নেবে।

"আমি যাদুঘর খুব পছন্দ করি। চীনের মূল ভূভাগ ও তাইওয়ানের ইতিহাস সম্পর্ক সম্পর্কে জানতে ছুয়ানচৌ ফুচিয়েন-তাইওয়ান যাদুঘর ঘুরে দেখতে চাই। আমি এ সফরের জন্য অপেক্ষা করছি।" সিয়ামেন ফরেন ল্যাংগুয়েজ স্কুলটির তাইওয়ানের শিক্ষার্থী লি ইয়ুন এমন কথা বলছিলেন।

সিয়ামেন শিক্ষা ব্যুরোর হংকং, ম্যাকাও এবং তাইওয়ান বিষয়ক অফিসের পরিচালক সু জিং বলেন যে, সিয়ামেন শিক্ষা ব্যুরো টানা দশ বছর ধরে তাইওয়ান প্রণালীর দু'পারের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দক্ষিণ ফুচিয়েন সাংস্কৃতিক সামার ক্যাম্পের আয়োজন করে আসছে। আশা করা যায়, পর্যবেক্ষণ পরিদর্শন, সাংস্কৃতিক কোর্স এবং তদন্ত ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষিণ ফুচিয়েন সংস্কৃতি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে, আদান-প্রদানের উন্নত হবে এবং বন্ধুত্ব বাড়বে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040