পিকিং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও উদ্ভাবন ইনস্টিটিউট (ফুচৌ) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত
  2020-08-10 10:20:31  cri
১ অগাস্ট সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও উদ্ভাবন ইনস্টিটিউট (ফুচৌ)-এর উদ্বোধনী সম্মেলনটি জিয়াংসি প্রদেশের ফুচৌতে অনুষ্ঠিত হয়। পিকিং বিশ্ববিদ্যালয়ের পার্টি সচিব ছিউ সুই ফিং, জিয়াংসি প্রদেশের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান, ফুচৌ পৌর কমিটির সচিব সিয়াও ই সাংস্কৃতিক ও সৃজনশীল ইনস্টিটিউটের ফলক উন্মোচন করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ছাংচিয়াং স্কলারগণ অধ্যাপক ওয়াং পো, ফুচৌ পৌর কমিটির উপ-সচিব, মেয়র ঝাং হংসিং এতে বক্তৃতা দিয়েছেন।

এ অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওয়াং পো বলেন, সংস্কৃতি ও সৃজনশীল শিল্প একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে সমাজতান্ত্রিক সাংস্কৃতিক শক্তি গঠনের কৌশল বাস্তবায়ন হবে। ফুচৌ সিটি ও পিকিং বিশ্ববিদ্যালয় যৌথভাবে সাংস্কৃতিক ঐতিহ্য এবং উদ্ভাবনী উন্নয়নের জন্য একটি নতুন চ্যানেল প্রতিষ্ঠা করেছে।

ওয়াং পো বলেন, আশা করা যায় যে পিকিং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, ঐতিহ্য ও উদ্ভাবন ইনস্টিটিউট (ফুচৌ) একটি গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হবে। পাশাপাশি, সাংস্কৃতিক ঐতিহ্য ও উদ্ভাবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব থাকবে এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকবে।

ফুচৌ পৌর কমিটির উপ-সচিব, মেয়র ঝাং হংসিং বলেন, ফুচৌর দীর্ঘ ইতিহাস এবং অসামান্য প্রতিভা রয়েছে। তিনি আন্তরিকভাবে আশা করেন যে বৈজ্ঞানিক গবেষণা, সংস্থাসমূহ, প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক বিনিময় পিকিং বিশ্ববিদ্যালয়ের সুবিধার উপর নির্ভর করে ফুচৌ সংস্কৃতি নিয়ে গবেষণা আরও গভীর করবে এবং ফুচৌ সংস্কৃতির প্রচার আরও জোরদার করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040