চীনা গায়িকা চিন শা
  2020-08-06 16:03:09  cri

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো; তার নাম চিন শা। তিনি মিষ্টি চেহারা ও কণ্ঠের জন্য পরিচিত। ২০০২ সালে তিনি একটি জনপ্রিয় টিভি নাটকের মূল চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেন। বন্ধুরা অনুষ্ঠানের শুরুতে শুনুন চিন শায়ের কণ্ঠে খুব সুন্দর একটি গান, 'হাজার বছরের প্রেম'।  গান ১

চিন শা ১৯৮১ সালে চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। উচ্চ মাধ্যমিক স্কুলে অধ্যয়নকালে তিনি শাংহাই টিভি স্টেশনের উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন। বিশ্ববিদ্যায়লে ভর্তি হওয়া পর চিন শা প্রথমবারের মতো একটি টিভি নাটকে অভিনয় করেন এবং এর মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত হন। এর পর তিনি অভিনয়, উপস্থাপনা, মডেলিংসহ বিভিন্ন কাজ করেছেন। ২০০৩ সালে চিন শা চীনের বিখ্যাত সংগীত কোম্পানি হাইতিয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হন ও আনুষ্ঠানিকভাবে একজন পেশাদার গায়িকা হন। দুই বছরের প্রশিক্ষণের পর চিন শা তার প্রথম অ্যালবাম 'এয়ার' প্রকাশ করেন। অ্যালবামের জন্য তিনি সেই বছরের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার পান।

বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় গায়ক লিন চুন চিয়ের সঙ্গে তার দ্বৈতকণ্ঠে গাওয়া খুব সুন্দর একটি প্রেমের গান, 'গ্রীষ্মকালে বাতাস বয়ে গেছে'।  গান ২

২০০৬ সালে চিন শা দ্বিতীয় অ্যালবাম 'অবিশ্বাস্য' প্রকাশ করেন। অ্যালবামটি চীন, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিভিন্ন দেশের বিখ্যাত প্রযোজকদের সহযোগিতায় তৈরি হয়। এতে চিন শা নিজের কণ্ঠে পপ, ডান্স, ব্যালাডসহ বিভিন্ন শৈলীর গান পরিবেশন করেছেন। এই অ্যালবামের জন্য চিন শা চীন ছাড়িয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতেও জনপ্রিয় হয়ে ওঠেন এবং বার্ষিক শ্রেষ্ঠ গায়িকাসহ অনেক পুরুস্কার পান।

বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের একটি প্রেমের গান, 'অবিশ্বাস্য'। গান ৩

২০০৭ সালে চিন শা নতুন অ্যালবাম 'ঋতু পরিবর্তন' প্রকাশ করেন। এতে তিনি প্রথমবারের মতো রক গান এবং প্রথমবারের মতো নিজের রচিত গান পরিবেশন করেন। তার মিষ্টি কণ্ঠ ও রক সংগীত মিলে এক বিশেষ আবহ সৃষ্টি করেছে। তিনি অ্যালবামটির জন্য দেশে-বিদেশে অনেক পুরস্কার পান। ২০০৮ সাল থেকে চিন শা সংগীতের চেয়ে অভিনয়ে বেশি মনোযোগ দিতে শুরু করেন এবং বেশি বেশি টিভি নাটক ও চলচ্চিত্রের থিম সং গেয়েছেন।

বন্ধুরা, এখন শুনুন চিন শায়ের কণ্ঠে একটি সুন্দর গান 'এয়ার'। গান ৪

২০১০ সালে চিন শা একটি জনপ্রিয় টিভি নাটক 'পৌরাণিক কাহিনীতে' অভিনয় করেন এবং নাটকের জন্য অনেক গান রচনা করেন। এই টিভি নাটক ও তার গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। বন্ধুরা, এখন শুনুন এই টিভি নাটকে চিন শার গাওয়া খুব জনপ্রিয় একটি গান, 'পৌরাণিক কাহিনী'। এতে প্রাচীনকালের একটি চমত্কার প্রেমের গল্প বলা হয়েছে। চিন শায়ের কোমল কন্ঠে গানটি অনেক আকর্ষণীয়।

বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৫

২০১২ সালে চিন শা সংগীত কোম্পানি ছেড়ে স্বাধীন গায়িকা রূপে আবির্ভূত হন। একই বছর তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন এবং প্রথমবারের মতো প্রযোজকের কাজ করেন। এরপর কয়েক বছর চিন শা বিদেশে অধ্যয়ন করেন। চলতি বছর চিন শা চীনের জনপ্রিয় একটি টিভি শো-তে অংশ নিয়ে আবার সবার সামনে হাজির হন এবং তার পারফরমেন্স বেশ জনপ্রিয়তা পায়।

বন্ধুরা, এখন শুনুন চিন শা নিজের রচিত একটি সুন্দর গান 'সে আমাকে ভালোবাসে না'। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চিন শায়ের কণ্ঠে আরো একটি সুন্দর গান 'স্যালি বাগান' শুনবো। গানটি হল ব্রিটেনের বিখ্যাত কবি বাটলার ইয়েসের কবিতা 'Down By the Salley Garden' অনুসারে রচিত একটি জনপ্রিয় আইরিস ব্যালাড। চিন শা চীনা ভাষায় কবিতার কথাগুলো লিখে নতুন করে গানটি গেয়েছেন।

বন্ধুরা, এখন চিন শায়ের কণ্ঠের সুন্দর গান 'স্যালি বাগান' শুনবো। আন ৭

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040