পুরানো হুথংয়ে নতুন জীবন
  2020-08-04 09:47:02  cri
ঐতিহাসিক ও সাংস্কৃতিক ব্লকগুলি পুনরায় স্থাপন করা হয়েছে এবং মেরামত করা হয়েছে। এরপর পুরানো হুথংয়ের বাসিন্দারা আধুনিক জীবনযাপন শুরু করেছেন।

পুরাতন শহর সুরক্ষা ও পুনর্জীবনের পদক্ষেপ ধাপে ধাপে বেইজিংকে পরিবর্তন করেছে। বর্তমানে 'রাজধানীর কার্যকরী মূল অঞ্চলটির জন্য বিশদ নিয়ন্ত্রণ পরিকল্পনা (২০১৮-২০৩৫)' সংকলিত হয়েছে এবং পর্যালোচনার জন্য জমা দেওয়া হচ্ছে।

তাহলে, বাসিন্দারা কি পুরানো হুথংয়ে আধুনিক জীবনযাপন করতে পারবেন? বেইজিংয়ের পুরানো শহর কতটা পরিবর্তন হয়েছে? প্রতিবেদকের সঙ্গে বেইজিংয়ের পুরানো শহর ও হুথংয়ের গভীরে চলুন।

"এখানে সবগুলো পরিবারের রান্নাঘর ও বাথরুম আছে এবং পৌরসভায় ভালো গলি তৈরি হয়েছে। এ পরিবর্তন অনেক ভালো।" সাম্প্রতিক বছরগুলোর কথা বললে, বেইজিংয়ের তংছেং জেলার ২০ নম্বরের ইয়ুয়ার হুথংয়ের ৬৬ বছর বয়সী লি চ্যাংলিন এসব কথা বলেন।

জীবন পরিবর্তন শুরু হয় সে মুহূর্ত থেকেই। ছয় বছর আগে-সাধারণ সম্পাদক সি চিন পিং পুরানো পাড়া পরিদর্শন করেন এবং পুরানো শহরের রূপান্তর সম্পর্কে সবার মতামত শোনার জন্য ইয়ুয়ার হুথংয়ে যান। সাধারণ সম্পাদক সি চিন পিং অনুরোধ করেন যে, "নগর পুনর্গঠন ও বিকাশের মাধ্যমে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতে হবে। সুরক্ষার ভিত্তিতে তা উন্নত করতে হবে।"

৬ বছর কেটে গেছে, সংস্কারের পর ইয়ুয়ার হুথং একেবারে নতুন চেহারা লাভ করে।

বেইজিংয়ের তুংছেং ও সিছেং জেলায় উন্নয়নের পর তা মানুষের জীবনযাত্রার পরিবেশ উন্নত করেছে। শুধু তুংছেংয়ে যাতায়াত ও যোগাযোগের জন্য ১২টি বিশেষ রাস্তা এবং ছয়শ'টিরও বেশি সাধারণ সড়ক ও হুথং (গলি) রয়েছে।

বেইজিং আরবান প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটের পরিচালক শি সিয়াওতুং বলেন, "হুথংয়ে বাস করেও আধুনিক জীবন উপভোগ করা যায়!"

২০১৯ সালে বেইজিংয়ের সিছেং জেলার তাচিছিয়াও হুথংটি বেইজিংয়ের দশটি সবচেয়ে সুন্দর হুথংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আধুনিক জীবনে ফুল, ঘাস ও সবুজ অঞ্চল প্রয়োজন এবং পুরাতন শহরটিও এর ব্যতিক্রম নয়।

এখানে ৭টি "নগর বন", ৮ টি পকেট পার্ক এবং ৬ টি ছোট ছোট সবুজ স্পেস রয়েছে। সিছেং জেলায় সবুজ স্থানগুলো একটি বিশাল অঞ্চল তৈরি করেছে।

বেইজিং হাজার বছরের প্রাচীন রাজধানী যা ইতিহাসের বিভিন্ন ঘটনার সাক্ষী এবং এটি একটি আন্তর্জাতিক মহানগর যেখানে পূর্ব ও পাশ্চাত্যের সভ্যতা একত্রিত হয়েছে।

বেইজিং একটি বিশ্বখ্যাত প্রাচীন রাজধানী। এটি সমৃদ্ধ ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের পুরানো শহর।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040