
জীবনে চলার পথে "কত স্বপ্নের রোদ ওঠে, আর কত স্বপ্ন মেঘে ঢেকে যায়! কতজন এলো-গেলো কতজনই আসবে- কফিহাউসটা শুধু থেকে যায়।" প্রিয় বন্ধুরা, কফিহাউসও থাকবে আর এই ২০ মিনিট আমি আছি আপনাদের সঙ্গে। শেয়ার করবো জীবনের অনেক কথা।
সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন মিস্টার অমিত দে। তিনি বতর্মানে বাংলাদেশের উদীচী শিল্পীগোষ্ঠীতে কাজ করছেন। কোভিড-১৯ মহামারী প্রতিরোধে তিনি এবং তাঁর সংগঠন কী কী করছেন? চলুন কথা বলি মিস্টার অমিত দে'র সঙ্গে।
(স্বর্ণা/আলিম/সুবর্ণা)






