বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতির অবনতি, এক দিনে আক্রান্ত রোগীর নতুন রেকর্ড সৃষ্টি
  2020-06-09 13:57:37  cri
জুন ৯: বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতির অবনতি হচ্ছে। গত ৯ দিনে বিভিন্ন দেশে নতুন আক্রান্তের সংখ্যা ১ লাখের বেশি হয়েছে। এর মধ্যে রোববার সবচেয়ে বেশি অর্থাত্ ১ লাখ ৩৬ হাজার মানুষ আক্রান্ত হয়, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম সোমবার নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, এ পর্যন্ত পৃথিবীতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ লাখ এবং মারা গেছে ৪ লাখ মানুষ। ইউরোপের অবস্থা ভালো হলেও বিশ্বের পরিস্থিতি অবনতি হচ্ছে।

তিনি আরও বলেন, রোববার প্রকাশিত আক্রান্তদের মধ্য ৭৫ শতাংশই হলো আমেরিকা মহাদেশ ও দক্ষিণ এশিয়ার মানুষ। এ ছাড়া, পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার বেশিরভাগ অঞ্চলে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। কিন্তু বেশিরভাগ আফ্রিকান দেশে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজারেরও কম।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040