চৌ বি ছাং
  2020-06-03 16:12:10  cri

চৌ বি ছাং, ১৯৮৫ সালের ২৬ জুলাই চীনের হুনান প্রদেশের ছাংসা শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কন্ঠশিল্পী; একই সঙ্গে একজন গীতিকার ও অভিনেত্রীও বটে।

২০০৫ সালের মার্চ মাসে, চৌ বি ছাং চীনের হুনান প্রদেশের হুনান টেলিভিশনে আয়োজিত লাইভ শো 'সুপার গল' নামের নতুন কন্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নেন। সেই বছরের ৬ মে তিনি কুয়াংচৌ প্রদেশের চ্যাম্পিয়ন হন। তারপর তিনি চূড়ান্তভাবে ২৬ অগাস্ট আয়োজিত দেশের চূড়ন্ত প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার লাভ করেন এবং ইই মিডিয়া কোম্পানীর একজন শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন।

২০০৫ সালের সেপ্টেম্বর মাসে চৌ বি ছাং-এর প্রথম গান 'নোটবুক' প্রকাশিত হয়। একই বছরের ৩০ ডিসেম্বর তিনি একতরফাভাবে ইই মিডিয়ার সঙ্গে চুক্তি ভেঙে দেন।

২০০৬ সালের ২ এপ্রিল ২০ বছর বয়সী চৌ বি ছাং 'টপ চায়নিস মিউজিক অ্যাওয়ার্ডসের' মূল ভূভাগের সবচেয়ে জনপ্রিয় নারী কন্ঠশিল্পীর পুরস্কার পান।

২০০৬ সালের ১২ অগাস্ট চৌ বি ছাং'এর প্রথম অ্যালবাম 'কে আমার স্ট্রিংস স্পর্শ করেছে?' প্রকাশিত হয়।

২০০৭ সালের ২৬ মার্চ, চৌ বি ছাং একাই যুক্তরাষ্ট্রে গিয়ে লস এ্যাঞ্জেলেস কলেজ অব মিউজিকে অল্পসময়ের জন্য লেখাপড়া করেন। দেশে ফিরে এসে তিনি বেশ কয়েকটি অলিম্পিক গেমসসম্পর্কিত গানের রচনা ও পরিবেশনায় অংশ নেন।

২০০৭ সালের ১৮ ডিসেম্বর চৌ বি ছাং একসাথে দুই অ্যালবাম 'NOW' এবং 'WOW' প্রকাশ করেন। এই দুই অ্যালবাম তাইওয়ানের অ্যালবাম বিক্রির তালিকার প্রথম দশে স্থান পায়। একই সঙ্গে 'NOW' অ্যালবামটি এই তালিকার দ্বিতীয় স্থান দখল করে।

২০০৯ সালের ৮ জুলাই চৌ বি ছাং-এর চতুর্থ অ্যালবাম 'সময়' বাজারে আসে। এই অ্যালবাম প্রকাশের পর তাইওয়ানের জি-মিউজিক অ্যালবাম তালিকায় টানা ১৩ সপ্তাহ ধরে স্থান পায়।

২০০৯ সালের ৩১ ডিসেম্বর চৌ বি ছাং চিয়াংসু প্রদেশের চিয়াংসু টেলিভিশনের নববর্ষের সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন। ২০১০ সালে চৌ বি ছাং নিজের ভ্রাম্যমান কনসার্ট 'গান গাইতে গাইতে ভ্রমণে যাবো' আয়োজন করেন।

২০১২ সালে চৌ বি ছাং নিজের 'Begins Studio' স্থাপন করেন। ২০১৪ সালে চৌ বি ছাং ইউরোপের মিউজিক অ্যাওয়ার্ডস ইএমএ'র 'বিশ্বের শ্রেষ্ঠ শিল্পীর' পুরস্কার জিতে নেন।

২০১৫ সালে চৌ বি ছাং হংকংয়ে দুই বার কনসার্ট আয়োজন করেন। ২০২০ সাল পর্যন্ত চৌ বি ছাং দেশ-বিদেশে ২৬২টি পুরস্কার লাভ করেন। এ ছাড়া, তিনি দাতব্য কাজেও সক্রিয়ভাবে অংশ নেন। ২০১৩ সালে তিনি চীনের দাতব্য ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিদের তালিকায় ১৭ নম্বর স্থানে ছিলেন। ২০১৫ সালে তিনি দাতব্য ব্র্যান্ড 'Begins to Love' স্থাপন করেন। এরপর তিনি বেশ কয়েকটি দাতব্য কনসার্ট আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ বি ছাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040