ভবিষ্যত বিশ্বাস করুন
  2020-05-14 14:54:15  cri


কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ায় জন্য অনেক দেশে ক্রীড়া প্রতিযোগিতা, কনসার্ট ও পারফরমেন্স বন্ধ হয়ে গেছে; চীনেও একই অবস্থা। এ সময় সাধারণ মানুষ গৃহবন্দীর মত জীবনযাপন করছে; আর চিকিৎসকরা বিভিন্ন জায়গায় রোগীদের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেক শিল্পীও মহামারি প্রতিরোধে নিজের অবদান রাখার চেষ্টা করছেন। সম্প্রতি চীনের শিল্পীরা একটি অনলাইন চ্যারিটি পারফরমেন্সের আহ্বান জানান, কিছু দিনের মধ্যে শতাধিক জনপ্রিয় গায়ক ও অভিনেতা এতে অংশ নেন। শিল্পীরা আশা করেন, এর মাধ্যমে মহামারি পরাজিত করতে সবাইকে সাহস, শক্তি ও আস্থা যোগানো যাবে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে এই অনলাইন চ্যারিটি পারফরমেন্সে শিল্পীদের গাওয়া কিছু সুন্দর গান শুনবো।

অনুষ্ঠানের শুরুতে শুনবো চীনের বিখ্যাত গায়িকা ওয়াং ফেই ও ছাং শি লেইয়ের একসঙ্গে গাওয়া গান 'পৃথিবী'। ওয়াং ফেই চীনা সংগীত মহলের প্রতিনিধিত্বকারী ও সবচেয়ে জনপ্রিয় গায়িকার মধ্যে অন্যতম। ৩১ বছরের সংগীত জীবনে তিনি অসংখ্য ক্লাসিক গান গেয়েছেন, এর মধ্যে অনেক গান এখনও জনপ্রিয়। তার উদ্যোগে একটি শিশু চ্যারিটি তহবিলও প্রতিষ্ঠিত হয়েছে।

বন্ধুরা, চলুন গানটি শুনি।

গান ১

এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়ক লি খ্য ছিনের গান 'লাল সূর্য'। গানটি ১৯৯২ সালে প্রকাশিত হয়, আর এখনও বেশ জনপ্রিয়। এটা বেশ উত্সাহমূলক একটি গান। গানে বলা হয়, ভাগ্য হয়তো অসমান ও কষ্টকর। তুমি সামনে এগিয়ে যাওয়ার সাহস হারিয়েছো। তবে ছেড়ে দিও না, আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, বৃষ্টির পর আবার লাল সূর্য দেখা যাবে।

বন্ধুরা, এখন গান 'লাল সূর্য' শুনুন।

গান ২

এবার আমরা শুনবো রেন সিয়ান ছি'র গান 'বসন্তকালে ফুল ফুটবে'। গানটি ২০০০ সালে প্রকাশিত হয় এবং সে বছরে চীন ও মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায়। এটা খুব প্রফুল্ল ও সহজ একটি গান। গানে বলা হয়, বসন্তকালে ফুল ফুটবে, পাখি ডাকবে, আমার ভালোবাসাও আসবে। বসন্তকাল যেন সবসময় আশা নিয়ে আসে।

গান ৩

পরের গানের নাম 'তোমার সঙ্গে থাকা', গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক লিন চুন চিয়ে। মহামারি শুরু হলে চীনের অনেক শহর লকডাউন হয়, যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে চিকিৎসাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে সেসব শহরে গিয়ে চিকিৎসা সেবা দিয়েছে। গানটি মহামারি প্রতিরোধে কাজ করা চিকিত্সাকর্মীদের জন্য রচিত একটি গান। বিশ্বাস করুন, বিপদে পড়লে কেউ আপনার পাশে থাকবে।

গান ৪

এবার শুনুন চীনের জনপ্রিয় তরুণ গায়িকা তেং চি ছি'র গান 'নতুন হার্টবিট'। তেং চি ছি বলেন, তিনি অনেক পেয়েছেন, অনেক হারিয়েছেন, অনেক মানুষের সঙ্গে মিশেছেন এবং অনেককে বিদায় দিয়েছেন, সফল হয়েছেন ও ব্যর্থ হয়েছেন। এসব অভিজ্ঞতার পর জীবন সম্পর্কে তার নতুন বোঝাপড়া তৈরি হয়েছে। এজন্য তিনি গানটি রচনা করেছেন।

বন্ধুরা, এখন গানটি শুনি।

গান ৫

এবার আমরা শুনবো চীনা গায়ক চেং ইয়ুন লোং ও ছাই ছেং ইয়ুর একসঙ্গে গাওয়া গান 'মৃদু আলো' বা 'Gleam'। গানটি আশায় পূর্ণ একটি গান। গানের কথায় বলা হয়, অন্ধকারে একটি মোমবাতি জ্বালাও, শিশুকে আলিঙ্গন করো, প্রিয় লোকের সঙ্গে চোখে চোখে কথা বলো। একটি মানুষের শক্তি কম, তবে সবার শক্তি মিলে এই পৃথিবী আলোকিত হতে পারে।

বন্ধুরা, এখন গানটি শুনি।

গান ৬

চীনের এই অনলাইন চ্যারিটি পারফরমেন্স প্রায় ৪০ কোটি মানুষ দেখেছে এবং এ থেকে উৎসাহ পেয়েছে। অনুষ্ঠান শেষে আমরা একসঙ্গে আরো একটি সুন্দর ও কোমল গান 'পৃথিবীকে আলিঙ্গন করো' শুনবো, আশা করি সবাই মহামারির কঠিন সময় আস্থা ও আশা মনে রেখে জীবনযাপন করতে পারবেন।

গান ৭

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040