
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় গায়িকা থিয়া--ইউয়ান ইয়া উয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। একজন চীনা গায়িকা হিসেবে তিনি খুব ভালো R&B গান গাইতে পারেন, আর তার জ্যাজ সংগীত চীনে শীর্ষস্থানে রয়েছে। আজকের অনুষ্ঠানে একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো।
অনুষ্ঠানের শুরুতে থিয়া ইউয়ান ইয়া উয়ের গান 'অসাধারণ' শুনবো। গান ১
একজন শ্রেষ্ঠ R&B গায়িকা হিসেবে, অন্যান্য জনপ্রিয় R&B গায়কের মতো পাশ্চাত্যের বেড়ে ওঠা বা সংগীত শেখার অভিজ্ঞতা নেই তার। থিয়া চীনে জন্মগ্রহণ করেন এবং এখানেই বড় হন। আর তিনি বিশ্ববিদ্যালয়ে পেশাদার সংগীত প্রশিক্ষণও নেননি। ১৮ বছর বয়সে নিজের সংগীতের স্বপ্ন অন্বেষণের জন্য থিয়া তার জন্মস্থান হুনান প্রদেশ থেকে বেইজিংয়ে আসেন। বেইজিংয়ে তিনি প্রথমবারের মত জ্যাজ সংগীত সম্পর্কে জানেন এবং তা পছন্দ করেন। পরবর্তীতে তিনি জ্যাজ সংগীত শেখার সিদ্ধান্ত নেন। গান ২
সে সময় চীনে ইন্টারনেট এত ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি, জ্যাজ সংগীতও এত জনপ্রিয় হয়নি। গান শোনার জন্য বারে যেতে হয়, টেপ খুঁজতে হয়। এমন অবস্থায় থিয়া জ্যাজসংগীত শিখতে শুরু করেন এবং ২০০৭ সালে একটি ব্যান্ড প্রতিষ্ঠা করেন। লোকেরাও ধীরে ধীরে থিয়ার নাম জানতে পারে। ২০০৮ সালে তিনি বেইজিং অলিম্পিক গেমসের থিম সংয়ের R&B সংস্করণ গান।
বন্ধুরা, এখন শুনুন থিয়ার গাওয়া গান 'ভালোবাসা হচ্ছে সন্দেহ'। গানটি হংকংয়ের বিখ্যাত গায়ক ছেন ই সুনের খুব জনপ্রিয় একটি গান। থিয়া নিজের বিশেষ শৈলী দিয়ে নতুন করে গানটি গেয়েছেন। অনেকে এই গান শুনে তাকে পছন্দ করে। চলুন, গানটি শুনি। গান ৩
২০১২ সালে থিয়া চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান 'দ্য ভয়েস অফ চায়নাতে' অংশ নেন। অনুষ্ঠানে তার চমত্কার পারফরমেন্স বিচারক ও চীনের বিখ্যাত সংগীতশিল্পী লিউ হুয়ানের উচ্চ প্রশংসা পায়। পরে তিনি লিউ হুয়ানের শিক্ষার্থী হন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন না হলেও থিয়া ও তার জ্যাজ সংগীত লোকদের পছন্দ ও স্বীকৃতি পায়।
বন্ধুরা, এখন শুনুন থিয়ার খুবই জনপ্রিয় একটি গান 'বিদায়'।
গান ৪
২০১৪ সালে থিয়া তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের প্রস্তুতির সময় ছিল দীর্ঘ। তিনি অ্যালবামে সব গান রচনার কাজে অংশ নেন। এতে অ্যালবামে সুন্দরভাবে থিয়ার সংগীতশৈলী ও বৈশিষ্ট্য প্রতিফলিত হয়। অ্যালবামটি ২০১৫ সালে চীনের সংগীত মিডিয়া অ্যাওয়ার্ডের 'সেরা সুপারিশ পুরস্কার' পায়।
বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে থিয়ার রচিত একটি সুন্দর গান 'Love Can Fly'। গান ৫
থিয়া শুধু জ্যাজ বা R&B গান গাইতে পারেন তা নয়। আসলে লোকসংগীত, পপ, চীনা বৈশিষ্ট্যময় প্রায় সব শৈলীর গান তিনি খুব ভালো গাইতে পারেন। বিভিন্ন ধরনের সংগীতের উপাদান তার সংগীতে যোগ করে অবশেষে তিনি নিজের বৈশিষ্ট্যময় সংগীত তুলে ধরেন। এ কারণে অনেক পুরানো গান তিনি নতুন করে গাইলে তা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। আর একই গানের পরিবর্তন থেকে লোকেরা থিয়ার মুক্ত, স্বাধীন, আধুনিক সংগীত চেতনা সম্পর্কে জানতে পারেন।
বন্ধুরা, এখন থিয়ার নতুন করে গাওয়া একটি জনপ্রিয় রক গান 'সুন্দরভাবে' শুনুন। গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে থিয়ার খুব একটি প্রেমের গান 'তোমার জন্য অপেক্ষা করবো' শুনবো। আশা করি গানটি আপনি পছন্দ করবেন। গান ৭
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।






