ফেব্রুয়ারির শুরুতে শেনচেন শহরে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সমর্থনের উদ্দেশ্যে মোট ১৬টি নীতি জারি করা হয়। শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর খাজনা, বিদুতের ফি, কর এবং সামাজিক বীমাসহ বিভিন্ন খাতে ৬০ বিলিয়ন ইউয়ান চাপ কমানো হয়। বর্তমানে শেনচেন শহরে মোট ১২২২টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এখানকার প্রায় ৯৪.২১ শতাংশ শিল্পপ্রতিষ্ঠানে উত্পাদানকাজ স্বাভাবিক হয়েছে।
চীনের কেন্দ্রীয় অর্থনৈতিক শহর শাংহাইয়ে প্রায় শতভাগ সুপারমার্কেট খুলেছে। প্রায় ৯৫ শতাংশ শপিং মলে কেনাকাটা শুরু হয়েছে। বর্তমানে শাংহাইয়ের খাদ্য- বাজারে সরবরাহ যথেষ্ট এবং পণ্যের প্রকারও বৈচিত্র্যময়।
এ ছাড়া, বেইজিং, শ্যাসি, হেইলোংচিয়াংসহ বিভিন্ন শহর ও প্রদেশের গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানগুলোতেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। (লিলি/আলিম/শুয়ে)