প্রবন্ধে রাষ্ট্রদূত ছুই বলেন, মহামারীর প্রাদুর্ভাবের পর চীন অভূতপূর্ব প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করে। দায়িত্বশীল বড় এক রাষ্ট্র হিসেবে চীন বিশ্বে মহামারী ঠেকাতে এক প্রতিরোধ-দেওয়াল গড়ে তোলে।
প্রবন্ধে আরও বলা হয়, চীন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কোনো কোনো মহলের ছড়ানো 'রাজনৈতিক ভাইরাস'-এর বিরুদ্ধেও লড়াই করেছে। বিশ্বের একশ্রণির লোক চীনের বিরুদ্ধে শুরু থেকেই বর্ণবাদীর মতো আচরণ করে আসছে।
প্রবন্ধের শেষাংশে বলা হয়, মহামারীর কোনো রাষ্ট্রীয় সীমা নেই। আন্তর্জাতিক সমাজের দুটি গুরুত্বপূর্ণ সদস্য ও বিশ্বের দুটি বড় অর্থনৈতিক সত্তা হিসেবে চীন ও যুক্তরাষ্ট্রের উচিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলা করা। (লিলি/আলিম/শুয়ে)