চীনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি বাড়ছে: সিএমজি'র খবর
  2020-02-28 20:24:59  cri

ফেব্রুয়ারি ২৮: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) শুক্রবার এক খবরে জানায়, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া বা কোভিড-১৯ রোগ প্রতিরোধ কাজ এখন একটি মৌলিক পর্যায়ে পৌঁছেছে। চীনের অর্থনীতির সঠিক পথে ফিরে আসার উপর সমাজের বিভিন্ন মহল নজর রেখেছে। যারা ইতোমধ্যে স্বাভাবিকভাবে কাজে ফিরেছেন, তারা চীনের অর্থনীতি পুনরুদ্ধারে মৌলিক অবদান রাখছেন। বিভিন্ন সংখ্যার মাধ্যমে চীনের অর্থনীতি পুনরুদ্ধারের দ্রুতগতি সম্পর্কে জানিয়েছে সিএমজি।

দেশব্যাপী কাজকর্ম আবারও শুরু হওয়ার পর বিভিন্ন অঞ্চলে কাজ করা মানুষের সংখ্যা বাড়ছে। ফুচিয়েন, চিলিন, শায়ানসি, শানতোং প্রদেশ এবং থিয়ানচিন শহরে কর্মে যোগ দেওয়া মানুষের হার তুলনামূলকভাবে বেশি। এ সংখ্যা ২৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

অফিসে কাজের পাশাপাশি অনেকে বাড়িতে বসেও কাজ করছেন। একটি অনলাইন জরিপের তথ্য অনুযায়ী, ৩৯ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী জানিয়েছেন, তারা বাড়িতে বসে অফিসের কাজ করছেন। অর্থ ও শিক্ষা খাতে এই হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেছে।

২০ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে কর্মসংস্থানে ফিরে যাওয়া মানুষের হার ৬৬.৩ শতাংশ। অর্থাৎ, দুই তৃতীয়াংশ মানুষ কর্মস্থলে ফিরে গেছেন।

কাজকর্মে যোগদানের গতি বৃদ্ধিতে চীনের অর্থনীতি পুনরুদ্ধারের গতি বাড়ছে বলে সিএমজি'র খবরে উল্লেখ করা হয়।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040