টোকিও অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ স্বাভাবিকভাবে চলছে: হু
  2020-02-28 13:57:02  cri
ফেব্রুয়ারি ২৮: বৃহস্পতিবার নভেল করোনাভাইরাস নিয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু। সম্মেলনে 'টোকিও অলিম্পিক গেমস—২০২০' আয়োজনে ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে হু'র স্বাস্থ্যবিষয়ক জরুরি প্রকল্পের প্রধান মিশেল রায়ান বলেন, বর্তমানে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও, টোকিও অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ স্বাভাবিকভাবে চলছে। এতে কোনও পরিবর্তন হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও টোকিও অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সঙ্গে সহযোগিতা করছে হু। তাদের জন্য ঝুঁকি পর্যালোচনা ও ব্যবস্থাপনার প্রস্তাবও দিয়েছে হু। অতীতে অলিম্পিক গেমস আয়োজনের ক্ষেত্রেও রোগ সংক্রমণের ঝুঁকি ছিল। এ ঝুঁকি নিয়ন্ত্রণে অনেক তৎপরতা চালানো হয়। হু অব্যাহতভাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও টোকিও অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটিকে বিভিন্ন প্রস্তাব দেবে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040