চীনে মহামারী প্রতিরোধে যোগান দেওয়া অর্থের উৎস প্রকাশিত
  2020-02-26 19:47:57  cri

ফেব্রুয়ারি ২৬: নভেল করোনাভাইরাস নিউমোনিয়া বা কোভিড-১৯ প্রতিরোধকে অনেকে 'যুদ্ধ' বলে আখ্যায়িত করেছেন। চিকিৎসক নার্স ও স্বেচ্ছাসেবকরা ফ্রন্টলাইনে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। এক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। সম্প্রতি অর্থের যোগান নিয়ে তথ্য দিয়েছে চীনের গণমাধ্যম সিএমজি।

এতে বলা হয়, সরকারিভাবে অর্থ বরাদ্দ দেওয়া, ব্যাংকিং খাত থেকে অর্থ যোগান দেওয়া, ইনস্যুরেন্স প্রতিষ্ঠানের সহায়তা, পুঁজি বাজার ও সমাজের বিভিন্ন মহলের অর্থ সহায়তা থেকে বিপুল পরিমাণ অর্থের যোগান আসছে।

গত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মহামারী প্রতিরোধে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার যথাক্রমে ২৫.২৯ বিলিয়ন ইউয়ান ও ৬৪.৮৬ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে। সর্বমোট ৯০ বিলিয়ন ইউয়ানেরও বেশি সরকারি বরাদ্দ এসেছে।

২০ ফেব্রুয়ারি পর্যন্ত মহামারী প্রতিরোধ ও শিল্পপ্রতিষ্ঠানের কাজ শুরু করতে দেশের বিভিন্ন ব্যাংক ৭৯৪ বিলিয়ন ইউয়ান ঋণ দিয়েছে।

এ ছাড়া, ইনস্যুরেন্স প্রতিষ্ঠান ও পুঁজি বাজার যথাক্রমে ৫.০১৫ কোটি ইউয়ান ও ২০.৮ বিলিয়ন ইউয়ান যোগান দিয়েছে। পাশাপাশি, সামাজিক অনুদানের পরিমাণও উল্লেখযোগ্য।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040