ফেব্রুয়ারি ২৬: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (বুধবার) জানায়, মঙ্গলবার চীনের মূল-ভূখণ্ডে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪০৬জন এবং সুস্থ হয়েছে আরও ২৪২২জন। এদিন মারা গেছে ৫২জন; নতুন আরও ৪৩৯জনকে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত, চীনের মূল-ভূখণ্ডে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ৭৮,০৬৪জন, সন্দেহভাজন ২,৪৯১জন, সুস্থ হওয়া মানুষের মোট সংখ্যা ২৭,৭৪৫জন এবং মারা গেছে ২,৭১৫জন। আক্রান্তদের ঘনিষ্ঠ ৬,৪৭,৪০৬জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
সোমবার হুপেই প্রদেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪০১জন (উহান শহরে ৩৭০জন) এবং সুস্থ হয়েছে আরও ২,০৫৮জন (উহান শহরে ১৪৫৬জন)। এদিন মারা গেছে ৫২জন (উহান শহরে ৪২জন); নতুন আরও ৩১১জন (উহান শহরে ২৪২জন) আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে, চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১২৬জন। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৮৫জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ১০জন এবং তাইওয়ানে ৩১জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
(আকাশ/তৌহিদ/রুবি)