বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান এ পর্যন্ত করোনা সন্দেহে ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। প্রাণঘাতি করোনা সংক্রমণ এড়াতে জরুরি প্রয়োজন ছাড়া এ মুহূর্তে বিদেশ সফরে থেকে বিরত থাকতে আবারো পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে, দক্ষিণ কোরিয়া থেকে আগত এক ব্যক্তিকে করোনা সন্দেহে কুর্মিটোলা হাসপাতালে পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। চীন বা অন্য দেশ থেকে যারা বাংলাদেশে কাজ করতে এসেছেন তাদের অন্য চোখে না দেখতেও আহ্বান জানান আইইডিসিআর পরিচালক।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।