ফেব্রুয়ারি ২৫: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (সোমবার) জেনিভায় বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর নেতিবাচক প্রভাব হ্রাসের জন্য চীনের জনগণ কঠিন প্রতিরোধক ব্যবস্থা নিয়েছে, স্বাভাবিক জীবন বিসর্জন দিয়েছে, যা গোটা মানবজাতির জন্য চীনের অবদান।
এ দিন আন্তোনিও গুতেরেস সিনহুয়া বার্তা সংস্থার সাংবাদিককে বলেন, কার্যকরভাবে নভেল করোনাভাইরাস নিউমোনিয়া অর্থাত কোভিড-১৯ প্রতিরোধের জন্য অনেক চীনা মানুষ স্বাভাবিক জীবন কাটাতে পারছে না। আমি চীনের বাসিন্দাদের কৃতজ্ঞতা জানাতে চাই। চীন নভেল করোনাভাইরাস নিউমোনিয়া ঠেকাতে বিপুল ত্যাগ স্বীকার করেছে, তারা গোটা মানবজাতির জন্য অবদান।
তিনি কোভিড-১৯ প্রতিরোধের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেষ্টারও প্রশংসা করেন।
(আকাশ/তৌহিদ/রুবি)