চাং জি লিন
  2020-02-18 15:50:23  cri

চাং জি লিন, ১৯৭১ সালের ২৭ অগাস্ট চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের কন্ঠশিল্পী এবং একজন অভিনেতা।

১৯৯১ সালে তিনি প্রথম অ্যালবাম 'আধুনিক প্রেমের গল্প' প্রকাশ করেন। একই বছর তিনি 'আধুনিক প্রেমের গল্প' গানটির জন্য হংকংয়ের 'টপ টেন চায়নিস সং আওয়াডর্স' লাভ করেন। এরপর তিনি 'আমাকে খুশি করাও' নামের অ্যালবাম প্রকাশ করেন।

১৯৯৩ সালে চাং জি লিন প্রথমবারের মতো টিভি সিরিজে অভিনয় করেন। ১৯৯৪ সালে তিনি 'The Legend of the Condor Heroes' নামের টিভি সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেন এবং এই সিরিজের থিম সংয়ে কণ্ঠ দেন।

১৯৯৪ সালে চাং জি লিন 'হুয়াং ফু-এর ভালোবাসা' নামের টিভি সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেন। তিনি এই সিরিজের থিম সং 'ভালোবাসা'-ও গেয়েছেন।

১৯৯৬ সালে চাং জি লিন টিভি সিরিজ 'Cold Blood Warm Heart'-এ অভিনয় করেন। তিনি এর থিম সং 'কেন' গেয়েছেন।

২০০২ সালে চাং জি লিন টিভি সিরিজ 'Take My Word For I'তে ইয়াং কুয়াং নামের চরিত্রে অভিনয় করেন। এই টিভি সিরিজে অভিনয়ের কারণে তিনি সেই বছর 'দর্শকদের শ্রেষ্ঠ টিভি নায়ক' পুরস্কার লাভ করেন।

২০০৬ সালে টিভি নাটক 'লু সিয়াও ফেং-এর কাহিনী'-তে চাং জি লিন লু সিয়াও ফেং-এর চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয়ের কারণে তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।

২০০৮ সালের ৬ ডিসেম্বর চাং জি লিন 'Get Together' গানটি গেয়ে সুনাম কুড়ান। তিনি এই গানের কারণে ৪৫তম তাইওয়ানের 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডসের' শ্রেষ্ট চলচ্চিত্রের থিম সং-এর মনোনয়ন পান।

২০০৯ সালের ২৩ জুন, চাং জি লিন Neway Star রেকর্ডস কোম্পানীতে যোগ দেন। একই বছরের ৩০ নভেম্বর তিনি I AmChilam নামের অ্যালবাম প্রকাশ করে পুনরায় সঙ্গীতমহলে ফিরে আসেন।

২০১০ সালের ১৩ মার্চ, চাং জি লিন হংকংয়ে 'I AmChilam' নামের কনসার্ট আয়োজন করেন।

২০১১ সালে চাং জি লিন হংকংয়ে 'আমি ভিন গ্রহের মানুষ' নামের দু'টি কনসার্ট আয়োজন করেন। ২০১২ সালে 'ভিন গ্রহের মানুষকে ভালোবেসেছি' গানটির কারণে তিনি ৩৪তম টপ টেন চায়নিস সং অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ গানের পুরস্কার জিতে নেন।

২০১৬ সালের মার্চ মাসে তিনি ম্যাকাও আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। (ফেই/আলিম)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাং জি লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040