নভেল করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য চীনে কোটি কোটি লোক নিজ নিজ বাড়িতে বিচ্ছিন্ন বা প্রায়-বিচ্ছিন্ন অবস্থায় জীবন যাপন করছেন। বাইরে যেতে না-পারলেও তাদের অনেকে বাড়িতে বিভিন্ন উপায়ে নিজেদের বিনোদিত করে যাচ্ছেন।
বাদাম চীনাদের খুব জনপ্রিয় খাবার। বাড়িতে বিচ্ছিন্ন থাকার সময়ে অনেক চীনা বাদাম দিয়ে বিভিন্ন প্যাটার্ন তৈরি করেন।
কেউ টেবিল টেনিস খেলেন। এমনকি ব্যাডমিন্টন খেলেন।
কেউ কেউ নিজের পোষা প্রাণীকে সঙ্গে নিয়ে পড়াশোনা করেন।
তা ছাড়া, ৭ কোটি লোক ইন্টারনেটে একসঙ্গে উহানের জরুরি হাসপাতালের প্রতিষ্ঠাকাজ দেখেন।
মহামারী চলছে, তবে চীনাদের জীবনে বিনোদন হারায়নি। এর মূল কারণ হচ্ছে, লক্ষ-কোটি মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে ভাইরাসের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লড়াই করে যাচ্ছে। জনগণ তাই আশাবাদী।
(তুহিনা/আলিম/ছাই)