ফেব্রুয়ারি ১১: চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নতির প্রবণতা পরিবর্তিত হবে না এবং নভেল করোনাভাইরাস নিউমোনিয়া (এনসি
পি)-র নেতিবাচক প্রভাব হবে অস্থায়ী। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) বেইজিংয়ে এনসিপি প্রতিরোধকাজ পর্যবেক্ষণের সময় এ কথা বলেন।
সি চিন পিং বলেন, অর্থনীতির ওপর মহামারীর নেতিবাচক প্রভাব যথাসম্ভব কমিয়ে আনতে হবে। চলতি বছরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, মহামারীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন উপায়ে সাহায্য করতে হবে। এসব সংস্থাকে দ্রুত পরিস্থিতি সামলে নিতে সহযোগিতা করতে হবে। মহামারী চলাকালে ব্যাপক কর্মচ্যুতির ঘটনা ঠেকানোও জরুরি। (রুবি/আলিম/সুবর্ণা)