ফেব্রুয়ারি ৬: কিছু কিছু দেশ চরম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে চীনের সঙ্গে বিমান-যোগাযোগ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে, যা না-হক আতঙ্ক সৃষ্টি করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রলালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ( বৃহিস্পতিবার) বেইজিংয়ে এক অনলাইন সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত মহামারী প্রতিরোধে সহায়ক প্রমাণিত হবে না। এতে বরং আন্তর্জাতিক যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল খাতে না-হক বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
হুয়া ছুন ইং বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও চীনের বিরুদ্ধে বাণিজ্য-নিষেধাজ্ঞা বা ভ্রমণ-নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করেছে। কিন্তু তারপরও কয়েকটি দেশ অতিপ্রতিক্রিয়া দেখিয়েছে। এ ব্যাপারে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থাও এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলতে আহ্বান জানিয়েছে।
মুখপাত্র আশা করেন, সংশ্লিষ্ট দেশগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থার প্রস্তাব অনুযায়ী শিগগিরি নিজেদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করবে। (আকাশ/আলিম/সুবর্ণা)