ফেব্রুয়ারি ৬: গতকাল (বুধবার) জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে কৌশলগত প্রস্তুতি ও এটি মোকাবিলার পরিকল্পনা নিতে শুরু করে। এর উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশে ও অঞ্চলে ভাইরাসের মহামারী ঠেকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এদিন অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আগামী ৩ মাসে এ পরিকল্পনা বাস্তবায়নে সাড়ে ৬৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার লাগবে। এর মধ্যে ৬ কোটি ১৫ লাখ ডলার মহামারীর বিরুদ্ধে অভিযানে ব্যয় হবে এবং বাকি অর্থ উচ্চ ঝুঁকিপূর্ণ দেশকে অনুদান হিসেবে দেওয়া হবে।
(শিশির/আলিম)