ফেব্রুয়ারি ৬: গতকাল (বুধবার) হুপেই নভেল করোনা ভাইরাস মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্র এই মর্মে নির্দেশ জারি করে যে, ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ব্যক্তি ও আক্রান্ত সকল ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করতে হবে।
নির্দেশনা অনুসারে, শরীরে ভাইরাস পাওয়া গেছে—এমন ব্যক্তি; আক্রান্ত রোগীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে—এমন ব্যক্তি; সন্দেহভাজন রোগী; এবং জ্বরে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও স্বতন্ত্র রাখা হবে। হাসপাতালে থাকাকালে তাদেরকে খাওয়া, থাকা ও চিকিত্সার জন্য কোনো খরচ দিতে হবে না। (শিশির/আলিম)