ফেব্রুয়ারি ৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ(বৃহস্পতিবার) এক অনলাইন সাংবাদিক সম্মেলনে জানান, চীনের বেসামরিক বিমান চলাচল বন্ধ হবে না। দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারাবাহিক কার্যকর ব্যবস্থা নিয়েছে, যাতে আন্তর্জাতিক বিমানরুটের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
মুখপাত্র আরও বলেন, "নভেল করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর থেকেই চীন সরকার বরাবরের মতোই দেশের জনগণ ও চীনে অবস্থানরত বিদেশিদের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং ভাইরাস প্রতিরোধে সার্বিক ব্যবস্থা নিয়েছে। এসব ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাব ও আন্তর্জাতিক মানের চেয়ে ভালো। বর্তমানে চীনে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা, সুস্থতা ও জীবনের নিশ্চয়তা রয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও ইতোমধ্যে ধারাবাহিক কার্যকর ব্যবস্থা নিয়েছে, যাতে আন্তর্জাতিক বিমানরুটের যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত হয়। বিভিন্ন পক্ষ শান্ত, যৌক্তিক ও নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চীনের প্রতিরোধমূলক ব্যবস্থা বিবেচনা করবে এবং অতিপ্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকবে বলে চীন আশা করে।"
মুখপাত্র জোর দিয়ে বলেন, চীনের বেসামরিক বিমানগুলো থেমে থাকবে না। বিদেশে আটকে-পড়া চীনা নাগরিকদের পর্যায়ক্রমে দেশেও ফিরিয়ে আনা হবে। (আকাশ/আলিম/সুবর্ণা)