ফেব্রুয়ারি ৬: গতকাল (বুধবার) রাত ৯টায় উহান আন্তর্জাতিক প্রদর্শনীকেন্দ্রে প্রথম দফায় ২০০ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি করা হয়। প্রদর্শনীকেন্দ্রটি সম্প্রতি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয়।
বুধবার এমন আরও দুটি অস্থায়ী হাসপাতাল চালু করা হয়। এই তিনটি অস্থায়ী হাসপাতালে শয্যাসংখ্যা ৪৪০০টির বেশি।
গত ৩ ফেব্রুয়ারি রাতে উহান সরকার জরুরিভিত্তিতে শহরের ১৩টি স্টেডিয়াম ও প্রদর্শনীকেন্দ্রকে অস্থায়ী হাসপাতালে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। এ ধরনের হাসপাতালে জরুরি চিকিত্সা, ক্লিনিকেল পরীক্ষাসহ নানান সেবা পাওয়া যাবে। (শিশির/আলিম)