ফেব্রুয়ারি ৬: চীন নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিত্সায় ১০ দিনের মধ্যে দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করেছে, যা দেশটির অসাধারণ কর্মতত্পরতার দৃষ্টান্ত। এতে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় চীনা সরকারের দৃঢ়প্রতিজ্ঞাও ফুটে ওঠে। গতকাল (বুধবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি প্রকল্পবিষয়ক দায়িত্বশীল কর্মকর্তা মিশেল রায়ান বার্তাসংস্থা সিন হুয়াকে এসব কথা বলেন।
তিনি বলেন, এটি ছিল বিশাল প্রকল্প। কয়েকদিনের মধ্যে চীন নির্মাণকাজ শেষ করেছে, যা বিস্ময়কর। নতুন হাসপাতালে আক্রান্তদের সঠিক চিকিত্সা দেওয়া হচ্ছে; পাশাপাশি তাদের দ্বারা অন্যদের সংক্রমিত হবার আশঙ্কাও দূর হয়েছে।
তিনি আরও বলেন, বিশেষায়িত হাসপাতালগুলোর নির্মাণকাজশেষে চীনের বিভিন্ন স্থান থেকে চিকিত্সক ও নার্স চিকিত্সার কাজে যোগ দেন। এতে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় চীনা সরকারের আন্তরিকতা প্রতিফলিত হয়।
মিশেল রায়ান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা শিগগিরি একটি বিশেষজ্ঞদল চীনে পাঠাবে। এ দলটি চীনের চিকিত্সকদের কাছ থেকে নভেল করানো ভাইরাস প্রতিরোধের অভিজ্ঞতা শেখার পাশাপাশি তাদের কাজে সাহায্য করবে। (রুবি/আলিম/সুবর্ণা)