টানা ৭ দিন তিব্বতে নভেল করোনা ভাইরাসে নতুন কেউ আক্রান্ত হয়নি
  2020-02-06 16:22:59  cri
ফেব্রুয়ারি ৬: ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিব্বতে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল এক জন। তার পর থেকে টানা ৭ দিন অঞ্চলটিতে নতুন কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়নি। আজ (বৃহস্পতিবার) চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জনস্বাস্থ্য কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটি জানায়, স্থানীয় বাজারে খাদ্যশস্যের সরবরাহ মোটামুটি স্থিতিশীল আছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় সরকার।

কমিটি আরও জানায়, তিব্বতে মাংস ও সবজির মজুত যথেষ্ঠ। বাইরে থেকে প্রতিদিন টাটকা সবজি আসছে ১৬০ টন। আর তিব্বতে উত্পাদিত সবজির দৈনিক পরিমাণ ১৫০ টন। তিব্বতে প্রতিদিন পর্যাপ্ত বিদ্যুৎ উত্পাদিত হচ্ছে। প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলের মজুতও পর্যাপ্ত। (সুবর্ণা/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040