কমিটি জানায়, স্থানীয় বাজারে খাদ্যশস্যের সরবরাহ মোটামুটি স্থিতিশীল আছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ঠিক রাখতে জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় সরকার।
কমিটি আরও জানায়, তিব্বতে মাংস ও সবজির মজুত যথেষ্ঠ। বাইরে থেকে প্রতিদিন টাটকা সবজি আসছে ১৬০ টন। আর তিব্বতে উত্পাদিত সবজির দৈনিক পরিমাণ ১৫০ টন। তিব্বতে প্রতিদিন পর্যাপ্ত বিদ্যুৎ উত্পাদিত হচ্ছে। প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলের মজুতও পর্যাপ্ত। (সুবর্ণা/আলিম/আকাশ)