চীনের জয় হবে বিশ্বের জয়: চীনা মুখপাত্র
  2020-02-05 19:13:14  cri

ফেব্রুয়ারি ৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ(বুধবার)বেইজিংয়ে বলেন, বুধবার দুপুর পর্যন্ত মোট ২১টি দেশ ও ইউনিসেফ চীনকে চিকিৎসা-সামগ্রী পাঠিয়েছে। আন্তর্জাতিক সমাজের এই আন্তরিকতা ও সহমর্মিতার জন্য চীন কৃতজ্ঞ। মহামারীর বিরুদ্ধে চলমান যুদ্ধে চীনের জয় হবে বিশ্বের জয়। চীন এই জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী।

হুয়াং ছুন ইং জানান, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, পাকিস্তান, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি, বেলারুশ, তুরস্ক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মিশর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো এবং ইউনিসেফ চিকিৎসা-সামগ্রী পাঠিয়েছে। এ ছাড়া, আরও কিছু দেশ চীনকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি, বহু দেশের বিভিন্ন মহল আলাদাভাবে বিভিন্নভাবে চীনকে সহায়তা করে যাচ্ছে।

হুয়া ছুন ইং বলেন, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। বন্ধুদের এ ভালবাসা হচ্ছে অমূল্য। চীন তাদের আন্তরিক ধন্যবাদ জানায়। চীন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভাইরাসসংক্রান্ত তথ্য শেয়ার করার ক্ষেত্রে স্বচ্ছতা ও উন্মুক্ততার নীতি অনুসরণ করে যাবে। শুধু চীনের জনগণের জীবনের নিরাপত্তার জন্য নয়, বিশ্বের সকল দেশ ও অঞ্চলের মানুষের জন্যই চীন এমনটা করবে।

মুখপাত্র আরও বলেন, চীন এখন সর্বোচ্চ কঠোরতা ও সার্বিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। চীনের জয় হবে বিশ্বের জয়। যত তাড়াতাড়ি সম্ভব মহামারীর বিরুদ্ধে জয়ী হতে চায় চীন। (আকাশ/আলিম/সুর্বণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040