ফেব্রুয়ারি ৫: নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নির্মিত উহানের লেইশেনশান হাসপাতাল রোগী ভর্তির জন্য প্রস্তুত হয়েছে। হাসপাতালটির নির্মাণকাজ আজ(বুধবার)শেষ হয়। এর আগে উহানের নবনির্মিত হুওশেনশান হাসপাতালে রোগী ভর্তি করা শুরু হয়।
২৬ জানুয়ারি লেইশেনশান হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। এর মোট আয়তন ৭৯.৭ হাজার বর্গমিটার। ১৬০০টি শয্যাবিশিষ্ট এই হাসপাতালে দুই সহস্রাধিক চিকিৎসক ও নার্স নিয়োগ করা হয়েছে।
এদিকে, উহানে আরও একাধিক 'ফাং চৌ' নামক হাসপাতালের নির্মাণকাজ চলছে। এসব হাসপাতালে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে, যাদের অবস্থা খুব বেশি খারাপ নয়।(আকাশ/আলিম/সুর্বণা)