ফেব্রুয়ারি ৫: নতুন করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর চীন যেসব পদক্ষেপ গ্রহণ করে, তা ছিল সময়োপযোগী ও কার্যকর। সম্প্রতি ইরানের চিকিৎসা-বিজ্ঞান একাডেমির সংক্রামক রোগ বিশেষজ্ঞ মিনু মোহরাজ চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, মহামারী ঠেকাতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, নতুন করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর, চীনের সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। গুরুতরভাবে আক্রান্ত অঞ্চলগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে নিয়মিত চিকিৎসক, নার্স, ওষুধ, ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাঠানো হচ্ছে। তা ছাড়া, উহানে মাত্র ১০ দিনে দু'টি বিশাল হাসপাতাল নির্মাণ করা হয়েছে। এসব কিছুই করা হয়েছে খুব দ্রুত।
তিনি আরও বলেন, মহামারী দীর্ঘস্থায়ী হবে না। চীন অবশ্যই ভাইরাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে জয়ী হবে। (আকাশ/আলিম/সুর্বণা)