ফেব্রুয়ারি ৩: আজ (সোমবার), টানা ১০ দিনের নির্মাণকাজশেষে, চীনের হুপেই প্রদেশের উহান শহরে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে অস্থায়ী হুওশেনশান হাসপাতাল। এদিন থেকেই হাসপাতালটিতে নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের ভর্তি করা শুরু হয়। চীনের সেনাবাহিনীর বাছাইকৃত ১৪০০ জন চিকিত্সক ও নার্স এ হাসপাতালে চিকিত্সার দায়িত্ব পালন করছেন।
হুওশেনশান হাসপাতালে মোট ১০০০টি শয্যা রয়েছে। গত কয়েক দিন ধরে হুওশেনশান ও লেইশেনশান হাসপাতাল দুটির নির্মাণকাজ আন্তর্জাতিক সমাজের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। ৭০০০ জনেরও বেশি চীনা নির্মাণ-কর্মী দিন-রাত পরিশ্রম করে 'চীনা গতিতে' ১০ দিনের মধ্যে প্রথম হাসপাতালটি নির্মাণ করেন। নির্মাণকাজশেষে তাঁরা লেইশেনশান হাসপাতালের নির্মাণকাজে যোগ দেন।
এদিকে, রোববার পর্যন্ত লেইশেনশান হাসপাতালের ৬৫ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়। এ হাসপাতালে মোট ১৬০০টি শয্যা থাকবে। আগামী ৫ ফেব্রুয়ারি লেইশেনশান হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চালু হবে। (সুবর্ণা/আলিম/আকাশ)